জাতীয়
Mission 90 News
Send an email
সেপ্টেম্বর ৩০, ২০২১সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ৩০, ২০২১
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত
০ ১,৪২৬ এক মিনিটেরও কম সময়
জাতীয় সংসদের উপ-নির্বাচনে কুমিল্লা-৭ আসনে থেকে আওয়ামী লীগ মনোনীত নব-নির্বাচিত সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।