ভূঁইয়া মার্কেট মালিকের মিথ্যা তথ্য দিয়ে থানায় অভিযোগ ও পত্র-পত্রিকায় সংবাদ পরিবেশন করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তন হল রুমে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নজরুল ইসলাম।
ভুক্তভোগী ব্যবসায়ী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি মাদারগঞ্জের থানার রায়গঞ্জ বাজারের ভুঁইয়া মার্কেটের একজন গার্মেন্টস ব্যবসায়ী। সেই মার্কেটে গত ২৬ সেপ্টেম্বর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী নজরুলের দোকানসহ আরো ৩টি দোকানের মালামাল পুড়ে যায়।
এদিকে মার্কেটের মালিক জানতে পারেন যে ব্যবসায়ী নজরুলের দোকানের নামে বীমা রয়েছে এবং সে ক্ষতিপূরণ পাবেন। পরে কৌশল করে মার্কেট মালিক বাদল ভুঁইয়া অনৈতিক ভাবে ২ লাখ টাকা দাবি করেন নজরুলের কাছে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। দাবি পূরণ না করায় ব্যবসায়ী নজরুল ইসলামের নামে থানায় মিথ্যা অভিযোগ করেন বাদল ভুঁইয়া।
পরে ওই অগ্নিকান্ডের ঘটনায় বাদল ভুঁইয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে পত্র-পত্রিকায় সংবাদ পরিবেশন করান।
এ ঘটনায় থানায় দেয়া অভিযোগ ও পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদকে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট বলে ব্যবসায়ী নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেন।
এ ব্যাপারে মার্কেট মালিক সিরাজুল ইসলাম বাদল ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করেন।