মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মসূয়া ইউনিয়নের রামদী মৌলভী বাড়ির সামনের নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্বার করা হয়।
কিশোরগঞ্জের কটিয়াদীতে নকুল (৩৭) নামের পুলিশের এক সোর্সের মরদেহ এটি উদ্বার করেছে পুলিশ।কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়ার মুকুল মিয়ার পুত্র নিহত নকুল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৯ টায় বাসা থেকে বের হন নকুল। এরপর আর বাসায় ফিরেনি সে। এর আগে, তাকে অনেক খুঁজাখুঁজি করার পর তাকে পাওয়া যায়নি।
নদীতে ভাসমান নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে যায় পুলিশ।নিহতের স্ত্রী বলেন, নকুল পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তার পাঁচ ছেলে ও এক মেয়ে। বড় ছেলে শাকিল (১৫) তার বাবার লাশ বলে চিহ্ণিত করেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদত হোসেন। তিনি জানান, ‘নিহতের লাশ উদ্বার করা হয়েছে। আগামীকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে এখনো হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়নি। ময়নাতদন্তের পর জানা যাবে।