কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মাইজহাটি এলাকা হতে দুইশত চল্লিশ পিস ইয়াবা , নগদ তিন হাজার পাঁচশত টাকা ও একটি মোবাইল‘সহ এক জন মাদক ব্যবসায়ীকে অভিযানে আটক করেছে কিশোরগঞ্জ র্যাব-১৪ এর সিপিসি-২। ইয়াবা যেন মাকড়সার জালের মতই ছড়িয়ে আছে সর্বত্র।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়ার মাইজহাটি হতে আসামী জবেদ আলী(৪৩), পিতা-মৃত আব্দুল আলী, সাং-জাফরনগর, ইউপি-শ্রীনগর, ভৈরব থানার বাসিন্দাকে আটক করে।
লেঃ কমান্ডার বিএন এম শোভন খান জানান কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ীর উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
আটকের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।