প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বরে ৮ শত জন মানুষের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শিব প্রসাদ সূত্রধর, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা ও কালিহাতী প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসমত আলী প্রমুখ।