নওগাঁর ধামইরহাটে বিশ্ব নদী দিবস- ২০২১ উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস নওগাঁ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আত্রাই নদীর শিমুলতলী হযরত তকি উদ্দিন আরাবি ব্রিজের উপরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দু’ই শতাধীক সদস্য অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক পরিবেশবিদ মো. আলমগীর কবির, গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মো. রায়হান পারভেজ, নওগাঁ জেলা সমন্বয়ক মো. ফারুক হোসেন সবুজ, সোনালী স্বপ্ন সংগঠনের প্রধান সমন্বয়ক মো. আসাদুর রহমান, নেত্রকোনা জেলা সমন্বয়ক মো. বাব্বী রাহীম রিপন, নওগাঁ জেলা শাখার প্রতিনিধি মো. রেজা আহমেদ, কোষাধ্যক্ষ আবু ফিরোজ, প্রচার সম্পাদক মো. আরিফুর রহমান, শিক্ষার্থী রোমানা আক্তার, শারমিন ইতি, রোবায়েত আহমেদ, মারুফুর রহমান, মাহফুজ আহমেদ, মোরসালিন লিমন প্রমুখ।
এসময় বক্তারা নদীর অবৈধ দখল-দূষণ এবং বালু মহাল ইজারা বন্ধ করাসহ নদীর নাব্যতা রক্ষায় জোর দাবি জানিয়েছে।