গতকাল শনিবার সকালে বাড়ই পাড়া এলাকায় মোশাররফ হোসেন (৪০) নামের এক অটোরিকশা চালককে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
আহত ঐ অটোরিকশা চালক টাঙ্গাইলের মির্জাপুর থানার হিলসা এলাকার লুৎফর রহমানের ছেলে। সে উলুসারা এলাকায় নিজের কেনা বাসায় সপরিবারে থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ই পাড়া উলুসারা এলাকায় বন বিভাগের অফিসের সামনে অটোরিকশা স্ট্যােন্ডের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার উলুসারা এলাকার আব্দুল সালামের ছেলে মোঃ মান্নান মিয়া(৪৩) একই এলাকার মান্নানের ছেলে ইয়াসিন হোসাইন(২০) কাশিমপুর পানসাইল বটতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে ইউসুফ মিয়া(২০)।
স্থানীয় ও আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায় ঢাকা জেলার আশুলিয়া থানাদিন বাড়ই পাড়া এলাকায় বন বিভাগের অফিসের অটোরিকশা বাসস্ট্যান্ডের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরেক অটোরিকশা চালক ইউসুফের সাথে তর্ক বির্তক হয় পরে তার মামা মান্নান ও মামাতো ভাই ইয়ামিন কে ফোনে খবর দিলে ঘটনা স্থলে এসে অটোরিকশা চালক মোশাররফকে রড ও ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে মাথায় আঘাত করে এসময় তার আত্নচিৎকারে আসে পাশের লোকজন চলে আসলে মেরে ফেলার হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অটোরিকশা চালককে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন
এ ঘটনায় কালিয়াকৈর থানার এস আই মাহবুব আলম জানান আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।