বিগত আওয়ামীলীগ ও শেখ হাসিনার সরকারের আমলে গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকালে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
কালিয়াকৈর বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়েরর সামনে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামানের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামশুল আলম সরকার, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আলহাজ্ব জয়নুল আবেদীন, আসাদুল্লা বাবু, দেওয়ান জসিম, হাবিবুর রহমান দেওয়ান, রিপন দেওযান, হাজী কবির চৌধুরী, রাজু আহমেদ ও পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমুখ। অপরদিকে চন্দ্রা এলাকায় পৌর যুবদলের সহ সাধারন সম্পাদক নাছির উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন দেওয়ান ইকবাল হোসেন রিপন, শাহিনুর রহমান, রিয়াজুল আলম রিয়াজ, রাজু আহম্মেদ প্রমূখ।
অপরদিকে উপজেলার সফিপুর বাজার এলাকায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো: সাইজুদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে, এখন আওয়ামী লীগের কুচক্রী ও সন্ত্রাসী বাহিনী দেশকে অস্থিতিশীল করার জন্য গুম, খুন, লুটতরাজসহ সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলা এবং তাদের বাড়িঘর, উপাসনালয়ে হামলাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।
বক্তারা আরো বলেন, আমরা জাতীয়তাবাদী শক্তি স্বৈরাচারী আওয়ামীলীগ ও শেখ হাসিনার সরকারের অপকর্মের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাই এবং বিএনপি ও অঙ্গ দল রাজপথে থেকে আওয়ামীলীগের এ ধরনের নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।