জামালপুরের মাদারগঞ্জে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে মিছিল করে।
মিছিল শেষে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে শহিদ মিনার চত্বরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক এডভোকেট মো: মঞ্জুরুল কাদের বাবুল খান। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো: আব্দুল গফুর। সঞ্চালনায় উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন।
এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এডভোকেট বাবুল খান বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ১৭ বছর যাবৎ বিএনপি আন্দোলন ও সংগ্রাম করে আসছে। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়িহারা ও দেশহারা করেছেন। সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছেন। ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ২ কোটি টাকার মিথ্যা মামলা’র মাধ্যমে তাকে জেল দিয়ে দীর্ঘদিন কারাবন্দী করে রাখা হয়েছিল।
বিএনপি চেয়ারপারসনের মুক্তি’র জন্য বিএনপি’সহ সকল রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আন্দোলন সংগ্রাম করেছে তাতেও মুক্তি দেয় নাই ঐ সরকার। এই সরকারের কাছে বিএনপি ও পরিবারে পক্ষ থেকে বেগম খালেদার জিয়ার সু চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আহবান জানানো হয়েছিল। কিন্তূ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে দীর্ঘদিন কারাবন্দী করে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল।