ধামইরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরসনে থানা পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়
নওগাঁর ধামইরহাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ধামইরহাট থানা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ধামইরহাট উপজেলা শাখা জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) রাত ৮টায় ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ মো: বাহাউদ্দিন ফারুকী বিপিএম পিপিএম এর সাথে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি নেতার কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উল্লেখ্য, বর্তমান সময়ে সরকারি, বেসরকারি ভবন, স্থপনা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন ও ভাংচুর করে দুর্বৃত্তরা। এসব ঘটনাতে আহত হয়েছেন অনেকে মানুষ।
এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সবাই একমত পোষণ করে যার যার অবস্থান থেকে কাজ করার চেষ্টা করার প্রতিশ্রুতি গ্রহণ করেন। সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে রাজনৈতিক দলের নেতাদের দিকনির্দেশনা মেনে চলতে সিদ্ধান্ত নেওয়া হয়।