আন্দোলনে ব্যর্থ হলেও বিএনপি ষড়যন্ত্রে দক্ষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তাই সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে এক দোয়া ও শোকসভায় তিনি বলেন, বিএনপি সিদ্ধান্তহীনতায় ভোগে সবসময়। গণ-অভ্যুত্থান ঘটানোর ক্ষমতা তাদের নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত হয়ে মাঠে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বিএনপির নেতৃত্বের প্রতি জনগণের আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি। পরে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
তিনি আরও বলেন, রাজনীতি করলে হামলা-মামলা, অত্যাচার নির্যাতন এগুলো হবেই। এগুলো সহ্য করেই রাজনীতি করতে হয়।
জাতির জনককে হত্যার পর সব নেতাকে কারাগারে পাঠানো হয়। নেতাশূন্য করা হয়েছিল আওয়ামী লীগকে।
তারপরও আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে।
তারপরও আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে।
৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়। আন্দোলন, জ্বালাও-পোড়াও করেও আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারেনি বিএনপি। কারণ তাদের সঙ্গে জনগণ নেই। ২০১৮ সালের নির্বাচনে তামাশা করেছে বিএনপি।
রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ সাইদুল ইসলামের সহধর্মিণী ইসরাত জাহান ঝর্ণা ও কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন এবং সাবেক ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর ইসলামের মৃত্যুতে দোয়া ও শোকসভায় বক্তব্য রাখেন নেতারা। শোকসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন।