মাদারীপুরে সৌদি প্রবাসীর পুকুরে বিষ দিয়ে মাছ মরেছে দুর্বৃত্তরা, তিন থেকে চার লাখ টাকার ক্ষতি
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের সৌদি প্রবাসী গনি মোড়লের পুকুরে গত রাতে দুর্বৃত্তরা বিষ দিয়ে প্রায় তিন থেকে চার লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এসময়ে অনেক মাছ দুর্বৃত্তরা নিয়ে যায়। তিনি প্রায় দুই বিঘা জমিতে পুকুরটি তৈরি করেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে পুকুর পাড়ে গিয়ে গনি মোড়ল দেখে পানিতে মাছ ভাসে উঠেছে । ভেসে উঠা মাছের মধ্যে রয়েছে রুই, কাতল, তেলাপিয়া, সিলভারকাপ, সরপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ এখানে রয়েছে। গনি তিন থেকে চার মাস আগে পুকুরে মাছ ছেড়েছিলেন।
সেই পুকুরে পুরানো কিছু বড় মাছ ছিল। তিনি সাত থেকে আট বছর আগে থেকে পুকুরে মাছ চাষ করে আসছেন। গনি সাংবাদিকদের বলেন, তার কোনো শত্রু নেই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি নিয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেব।