মাদারগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বালিকা ২০২৪ মাদারগঞ্জের বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকালে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা পরিষদের জনতার চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমু। বিশেষ অতিথি মাদারগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জি: হেলালুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো: নুরুল আমিন। এ সময় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও নওজেশ আলী, সহকারী শিক্ষা অফিসারবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং দর্শনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত।
উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় প্রথমার্ধের খেলায় বালিকা দলের মধ্যে অংশগ্রহণ ঝাড়কাটা সরকারি প্রাাথমিক বিদ্যালয়কে ০-২ গোলে হারিয়ে চর বওলা সরকারি প্রাথমিক বিদ্যাল চ্যাম্পিয়ন অর্জন করে।
দ্বিতীয়ার্ধে বিকাল সাড়ে ৫ টায় বালিজুড়ী পশ্চিমপাড়া ফকির উদ্দিন শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেয় চর গোলাবাড়ি সরকারি প্রাাথমিক বিদ্যালয়। একই সাথে রানার্স আপ ও ম্যান অব দা টুর্নামেন্ট ও ম্যান অব দা ম্যাচ পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
খেলা পরিচালনা করেন, চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হক মামুন ও চর নাদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান। এ সময় হাজারো দর্শক উপস্থিত ছিলেন।