মাদারীপুরে দুই শিশুকে হত্যার অভিযোগে আপন মাকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের সবুজবাগ এলাকায় সৌদি প্রবাসী হালিম খানের স্ত্রী তাহমিনা তাবাসসুম ভাড়া বাসায় থাকতেন। বুধবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে ওই বাসার একটি কক্ষে দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া যায় আপন মায়ের বিরুদ্ধে। নিহত দুটি শিশুর বয়স ২ বছর ও সাড়ে তিন বছর। নিহতরা হলেন মেহরাজ ও জান্নাত।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এসে মাকে গ্রেফতার করেছে। নিহত সন্তানদেরকে ময়নাদন্তদের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন।
নিহতের স্বজনরা জানান, শিশু দুইটির মা বেশ কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতার চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির।