গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের সভাকক্ষে মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই মাসিক আলোচনা সভায় সভায় মাদক দ্রব্য বিক্রয় এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ ,বাল্যবিবাহ যৌতুক, গ্রাম্য আদালত, যানজট ও ফুটপাত দখল করে স্থাপনা তৈরি সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে উক্ত মাসিক
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মামুনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, ওসি (তদন্ত )আবুল বাশার, কালিয়াকৈর পৌরসভার সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন ,কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ,রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।