ঈশ্বরদীর পাকশীতে খালেদা জিয়ার মুক্তি ও পিন্টুসহ বিএনপির ৪৭ নেতার মুক্তির দাবিতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শনিবার পাকশী হাসেম আলী মিলনায়তকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জাকারিয়া পিন্টুসহ বিএনপির ৪৭ নেতার মুক্তির দাবিতে কর্মী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা এস,এম,ফজলুর রহমান। বিএনপি নেতা টুটুল সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,বিএনপিনেতা জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর উজ্জ্বল হোসেন, আব্দুর রাজ্জাক, আজমত আলী,কনক ইসলাম, আক্কাস আলী মেম্বর, যুবদলনেতা মেহেদী হাসান, সোনামনি, আশরাফুল ইসলাম, সোহাগ ইসলাম সহ অন্যরা।
বক্তারা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও জাকারিয়া পিন্টুসহ বিএনপির ৪৭ নেতার মুক্তির দাবি করেন। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপি নেতা আকরাম আলী খান সঞ্জুসহ সকল পর্যায়ের প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।