ধর্মগঞ্জ এনায়েতনগর ফতুল্লাহ নারায়ণগঞ্জ ৫ নং ওয়ার্ডের একটি ছেলে তার নাম ইমরান। সে ক্যান্সারে আক্রান্ত বর্তমানে সে অনার্স প্রথম বর্ষে অধ্যায়নরত আছে নারায়ণগঞ্জ কলেজে।
ইমরানের কোমরে একটি টিউমার হয়েছিল যে টিউমার থেকে অবশেষে ক্যান্সারের সৃষ্টি হয়।ডাক্তার বলেছেন তাকে ১৭ টি কেমোথেরাপি দেওয়া লাগবে এবং ২৭ রেডিও থেরাপি দেওয়া লাগবে।
ডাক্তার বলেছেন ভাইরাসটি ফুসফুসে যাওয়ার আগে চিকিৎসা নিয়ে নিতে না হলে বাঁচার সম্ভাবনার শূন্যের কোঠায় চলে যাবে।কিন্তু এর জন্য প্রয়োজন প্রচুর অর্থ।
কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই তার পরিবারের।মাত্র ২১ বছর বয়সে ছেলেটির তার বেঁচে থাকার জন্য সহযোগিতা প্রয়োজন আপনাদের।
যোগাযোগ: +৮৮ ০১৫৭১ ০২১ ৭২৮ (ইমরানের নাম্বার) অথবা +৮৮ ০১৬১৬ ৬৪৭ ০৫০ (বিকাশ/নগদ পার্সোনাল)