বরগুনার আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহতের ঘটনায় ব্রীজটির উভয় পার্শ্বে সাইনবোর্ড ও ঢালাই পোস্ট বসানো হয়েছে।
আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কর্তৃপক্ষ জানিয়েছে, দূর্ঘটনার পূর্বে সেতু ঝুঁকিপূর্ণ অবগত করে সেতুর দুই পাশে সতর্কীকরণ সাইনবোর্ড ও লাগানো হয়েছিল। এলজিইডির সতর্কতা উপেক্ষ করে ওই সেতুতে বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচল করছিল। যার পরিপ্রেক্ষিতে এ দুর্ঘটনা সংঘটিত হয়। এবং ভাঙা সেতুতে সতর্কতা সাইনবোর্ড ও ঢালাই পোস্ট বসানো হয়েছে।
আমতলী উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক আগেই সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো হয়েছে। এবং ভেঙে যাবার পর’ ব্রিজটি ভাংগা যোগাযোগ বিচ্ছিন্ন, বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হলো’ নোটিশ দিয়ে সাইনবোর্ড টানানো হয়েছে। এ ছাড়া ভেঙে পড়া সেতুর জায়গায় নতুন গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।