চুরি করার চেষ্টার দায়ে মধ্যযুগী কায়দায় নাহিদ(১১)নামের এক শিশুকে সিমেন্টের খুঁটিতে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ডাইনকিনি এলাকার রজ্ঞিত মেডিকেল হল নামের ঔষধের দোকানে এ ঘটনা ঘটে।
নির্যাতিত ঐ শিশু সিরাজগঞ্জের তারাস থানার মাঝ দক্ষিনা গ্রামের সুবহান মিয়ার ছেলে। সে সপরিবারে উপজেলার ডাইনকিনি এলাকায় ভাড়া থাকে।তার বাবা স্থানীয় ওয়াল্টন কারখানার কর্মচারী।
স্থানীয়রা জানান কালিয়াকৈর উপজেলার ডাইকিনি এলাকয় রজ্ঞিত মেডিকেল হল নামক ঔষধের দোকানে সকালে দোকান খোলা রেখে পানি আনতে গেলে এসময় ফাকা পেয়ে নাহিদ ক্যাশ বাক্স খোলার চেষ্টা করলে পাশের ভাই ভাই হাডওয়ার দোকানের মালিক আনোয়ার হোসেন দেখে ফেলে এসময় দোকানের মালিক মিছির কুমার ও আনোয়ার হোসেন চুরি সন্ধেহে তাকে আটক করে খুঁটির সাথে বেধে রেখে মধ্যযুগী কায়দায় অমানবিক নির্যাতন করে। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার এস আই সুকান্ত কুমার ঐ শিশু কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ঐ শিশুর মা নাজমা বেগম থানায় এসে মূচলেকা দিয়ে ছেলে কে ছারিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় এস আই সুকান্ত জানান খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি পরে শিশুটির মা মূচলেকা দিয়ে ছারিয়ে নিয়ে যায় তবে এ ঘটনায় কেও কোন অভিযোগ করেনি।