চট্টগ্রাম

মহেশখালীতে এস আই পরেশ হত্যা মামলার পলাতক আসামি দীর্ঘ ১২ বছর পর গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালীর এস আই পরেশ হত্যার মুল আসামি দীর্ঘ একযুগ পর গ্রেপ্তার হয়েছে মহেশখালী থানা পুলিশের হাতে।

মহেশখালী থানা পুলিশ সুত্রে জানা যায়। পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে।

২১ জুন শুক্রবার রাত আনুমানিক ৮ টার সময় হোয়ানক ইউনিয়নের পূর্ব কাঠাল তলী পাড়ার গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে।

এই সময় মহেশখালী থানায় কর্মরত পুলিশ অফিসার এসআই (নি:) পরেশ হত্যা মামলার অন্যতম আসামি ও ২০১৮ সালে আরো ১টি হত্যা মামলাসহ ২টি হত্যা মামলা ও অপর ১টি ৩২৬ ধারার মামলা সহ মোট ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হান্নান প্রকাশ কালামিয়া’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মহেশখালী থানা সূত্রে আরো জানা যায়, কক্সবাজার জেলা পুলিশের মো: মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার এর নির্দেশক্রমে মো: শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার মূলতবি থাকা ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়।

তারই ধারাবাহিকতায় ২১ জুন রাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী’র সহযোগিতায় এ এস আই (নি:) মো: এজাহার মিয়া, এ এস আই (নি:) মো: জিয়াউল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানায় কর্মরত এসআই, পরেশ কার্বারী হত্যা মামলা নং-১৩, তাং-১৮/০১/২০১২, ধারা- ১৪৩/৩৩২/৩৫৩/৩০২/৩৪ পেনাল কোড এর দীর্ঘ একযুগ পলাতক থাকা আসামী কালা মিয়া প্রকাশ হান্নান, পিতা-মৃত বদর উদ্দিন প্রকাশ বদ মিয়া,সাং- পূর্ব কাঠালতলী পাড়া, হোয়ানক ইউপি, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজারকে শুক্রবার রাত আনুমানিক ৮ টার সময় হোয়ানক ইউনিয়নের পূর্ব কাঠালতলী পাহাড়ের গহীন জঙ্গল হইতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সুকান্ত চক্রবর্তী জানান, মহেশখালী থানায় কর্মরত পুলিশ অফিসার এস আই (নি:) পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামি ও ২০১৮সালে আরো ১টি হত্যা মামলাসহ ২টি হত্যা মামলা সহ ও অপর ১টি ৩২৬ ধারার মামলা সহ মোট ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হান্নান প্রকাশ কালামিয়া’কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker