গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বেসরকারি মানব কল্যান সংগঠন “বাংলাদেশ আলোকিত প্রত্যয়ের” উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরন করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় উপজেলার মেইনগেট চৌরঙ্গী মোরে খাদ্য বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান মোন্নাফ চৌধুরী
আলোকিত প্রত্যয়ের আ্হ্বায়ক কমিটির জুলকার নাইম রাজ এর সভাপতিত্বে, আ: গফুর প্রমানিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান মোন্নাফ চৌধুরী, মাহবুবুর রহমান মাফি, আবু হাসনাত, রোকছানা আক্তার ময়না, খোকন, মেহেদী, সহ উপস্থিত অনেকে।প্রধান অতিথির বক্তব্যে মোন্নাফ চৌধুরী বলেন, সকল রকমের প্রাকৃতিক দুর্যোগে সরকারের পাশাপাশি নানা রকম এনজিও, বেসরকারি মানব কল্যান সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে জনগণের পাশে দাঁড়াতে হবে।আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের দোওয়া চান তিনি।
আলোচনা শেষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।