১৫০০ টাকায় কেনা এলাচ খোলা বাজারে সর্বোচ্চ ৩৬০০ টাকায় বিক্রির দায়ে খাতুনগঞ্জের গুলিস্তান ট্রেডিংকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ জুন) বিকালে খাতুনগঞ্জের মসলার বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।
তিনি জানান, এলাচের মূল্য বৃদ্ধির অভিযোগে গুলিস্তান ট্রেডিং এর অফিসে তাদের আমদানি মূল্য ও খোলাবাজারে বিক্রয়মূল্য যাচাই-বাছাই করা হয়। এ সময় ১৫ এপ্রিল ও ২১ এপ্রিল বন্দর থেকে ছাড় পাওয়া ১০ টন এলাচের ক্রয়মূল কেজি প্রতি প্রায় ১৪৫০-১৫০০ টাকার মধ্যে পড়ে। কিন্তু সেই এলাচ তিনি খোলা বাজারে বিক্রি করেছেন ২৭০০-৩৬০০ টাকা কেজি দরে। যা আসন্ন কোরবানীকে ঘিরে এলাচের বাজারে অস্থিরতা তৈরি করেছে। এরকম অস্বাভাবিক মুনাফার বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে না পারায় গুলিস্তান ট্রেডিংকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ছাড়া কৃষি বিপনন সংক্রান্ত লাইসেন্স না থাকায় আল-আরব বাণিজ্যালয়কে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে কৃষি বিপনন অধিদপ্তর চট্টগ্রাম এর কর্মকর্তা আবু বক্কর ও কোতোয়ালি থানা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করেন।