যশোর টু চুকনগর রোডের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর বাঁধাঘাটা আব্দুস সালামের অটো রাইস মিলের সামনে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা স্থলে একজন আহত ও দুজন নিহত হয়েছেন। সোমবার ১০ জুন সকাল পৌনে সাতটার দিকে ঘটনাটি ঘটে।
নিহতেরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামের ঝন্টু মিয়া (৫০) ও মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর বাঁধা ঘাটা গ্রামের মৃত আনার আলীর ছেলে আব্দুর রহমান (৮৫) আহত গাড়ির ড্রাইভার মো: নুরুল ইসলাম মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি তিনি গাজীপুরের উত্তরদাড়িয়াপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
জানাগেছে, সকাল পৌনে সাতটার দিকে বিজয়রামপুর বাঁধা ঘাটা আব্দুস সালামের রাইচ মিলের সামনে সালাম ও আব্দুর রহমান পাশাপাশি বসে গল্প করছিল হঠাৎ একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অফিস কক্ষ ও পুরাতন মিলে ঢুকে পড়লে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহমান ও ট্রাকের মালিক ঝন্টু মিয়া। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ড্রাইভার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মণিরামপুর থানার ওসি এবি এম মেহেদী মাসুদ বলেন, সংবাদ পেয়ে মণিরামপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ট্রাক থানা হেফাজতে আছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।