রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের জন্য খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এক প্রসুতি ফুট ফুটে সন্তানের প্রসব করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, কুস্টিয়ার দৌলতপুর উপজেলার সাবিনা ইয়াসমিন নামের ওই প্রসুতি রাত আটটার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ছ’ বগিতে উঠেন। এর পরপরই তার প্রসব বেদনা শুরু হয়। তখনই বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে অবহিত করলে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক উক্ত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পুর্ন করেন। রাত দশটার দিকে ট্রেন রাজশাহী স্টেশনে এসে পৌছে। পরে সন্তানসহ প্রসুতিকে রেলওয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্স করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজনেই সুস্থ আছেন।