নওগাঁর মান্দা উপজেলার ভোলাম গ্রামে শুক্রবার বিকেলে বজ্রপাতে শামসুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শামসুল ইসলাম ভোলাম গ্রামের ফইনুদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ বেলা তিনটার দিকে বৃষ্টি শুরু হলে শামসুল ইসলাম বাড়ির পাশে রোদে দেওয়া ধান উঠাতে যান। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে শামসুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।