জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদে আল-আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা খাতুন বিজয়ী হয়েছে।
গত বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। ভোটগণনা শেষে রাত ১০টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ও সহকারী রিটানিং কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন জানান, মো.রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২১৩ ভোট। তার নিকটতম এক মাত্র প্রতিদ্বন্দ্বী মো: তালেব উদ্দিন তার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১৪৭ ভোট। রফিকুল ইসলাম ২৩ হাজার ৬৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আল-আমিন তার তালা প্রতীকে ৩২ হাজার ৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম এক মাত্র প্রতিদ্বন্দ্বী মো. গোলাম মোস্তফা চশমা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৫৫ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মাহমুদা খাতুন তার কলস প্রতীকে ৪১ হাজার ৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম এক মাত্র প্রতিদ্বন্দ্বী মোছা. জেলী আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮০৩ ভোট।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী সমর্থকদের বিজয় মিছিল ও উল্লাস করতে দেখা গেছে।