গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ১শ’৩০ জন গ্রাম পুলিশের মধ্যে প্রত্যেককে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এ উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রোকসানা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, এনডিসি ফয়েজ আহম্মেদ প্রমুখ। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানসম্মত ও উন্নতমানের কিনা তা যাচাই করতে নিজেই বাইসাইকেল চালিয়ে নিজ কার্যালয়ের সামনে পরীক্ষা করেছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক মো. আবদুল মতিন এসময় বলেন এই বাইসাইকেল পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলার ৮১টি ইউনিয়নের ৮শ’ ১০ জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল, পোষাক, জুতা-মোজা ও একটি করে টর্চলাইট দেয়া হবে। এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫ লাখ টাকা