কুড়িগ্রামের ফুলবাড়ীতে মেয়েশিশু বান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় কর্মপরিকল্পনা রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ২০২১) সকাল সাড়ে ১১ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শতাধিক শিক্ষার্থী নিয়ে সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় কর্মশালাটি করেন বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ।
কর্মশালায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, সিনিয়র সহঃ শিক্ষ উত্তম কুমার মোহন্ত, সহঃশিক্ষক হাসানুর রহমান প্রমূখ।
এসময় বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য আঃ হাকিম, বিবিএফজি প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর নিকল লাকড়া, জেমস টেকনিক্যাল অফিসার সায়েদুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা, স্টুডেন্ট কেবিনেটের সদস্যরা উপস্থিত ছিলেন।