আসন্ন নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলছে তুমুল প্রচারণা। কেউ কেউ এ প্রচারণায় আচরণ বিধি ভঙ্গ করার কারণে জরিমানার স্বীকারও হয়েছেন। সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাছিমা মুকাই আলীর (ঘোড়া মার্কা) এক সমর্থক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী (ঘোড়া) ব্যবহার করায় তাকে (সমর্থককে) ৪০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর একজন সমর্থক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী (ঘোড়া) ব্যবহার করার দায়ে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা – ২০১৬ এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে ৪০ হাজার টাকার অর্থদন্ড করা হয়।
তিনি আরও বলেন, এ সময় উপস্থিত প্রার্থী ও সমর্থকদের লক্ষ্য করে নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্যও নির্দেশনা প্রদান করা হয়।