নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন বেলী শপথ গ্রহণ করেছেন।
সোমবার (৩ জুন) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সদস্য সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত (২৮ মে) মাইজপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সফুরা খাতুন বেলী চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ ফেব্রুয়ারী নবনির্বাচিত চেয়ারম্যানর স্বামী জসিম মোল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।