ভৈরবে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ পাঁচ বছর পলাতক ছিলেন রফিকুল । সে শহরের চন্ডিবের গ্রামের মৃত তমিজ উদ্দিনেরপুত্র। বুধবার সকালে গ্রেফতারকৃতকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায় মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে , ২০১৫ সালের ২৩ এপ্রিল দুপুরে ভৈরবের পুরাতন ফেরীঘাট এলাকায় চন্ডিবের গ্রামের মৃত হাবিবুর রহমানের.পুত্র জামাল মিয়ার সাথে মুদি দোকানদার একই এলাকার রফিকুল ইসলামের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম উত্তেজিত হয়ে ছুরি দিয়ে জামালকে উপযুপরি আঘাত করলে জামাল গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের ছোট ভাই কামাল মিয়া বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর রফিকুল ইসলাম আদালত থেকে জামিনে বের হয়ে আর হাজির হননি।
পরে ২০১৭ সালের ১২ অক্টোবর কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্রুনালের বিচারক আসামির অনুপস্থিতিতে মৃত্যুদন্ডের রায় দেন।
দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর পুলিশ রফিকুল ইসলামকে মঙ্গলবার রাতে শহরের চন্ডিবের থেকে গ্রেফতার করে ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন
সাংবাদিকদের জানান- গোপন সংবাদে আমরা জানতে পারি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাড়িতে অবস্থান করছে। পরে বাড়ি ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়।