ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রার্থীর ৪ সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা

আগামী (৫ জুন) ব্রাহ্মণবাড়িয়ার দুই সদর-বিজয়নগর উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচারণা। এ প্রচারণায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বিজয়নগরের দুই চেয়ারম্যান প্রার্থীর চার সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

নির্বাচনী আচরণবিধি না মেনে পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর ২টার আগে মাইকিং করায় উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এই জরিমানা প্রদান করেন।

জরিমানাদাতা ব্যক্তিরা হলেন – চেয়ারম্যান পদপ্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) ও চেয়ারম্যান পদপ্রার্থী আল জাবের (আনারস প্রতীক) এর ৪ সমর্থক।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী, উপজেলা সহকারী কমিশনার (ভূঁমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, উপজেলা পরিষদের নির্বাচনী বিধিমালা ২০১৬-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে দুই প্রার্থীর সমর্থকদের ৪০ হাজার টাকার অর্থদণ্ড করা হয়।

এ সময় উপস্থিত প্রার্থী ও সমর্থকদের লক্ষ্য করে নির্বাচনী আচরণ, বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয় বলেও জানান তিনি।

Author

দ্বারা
দেলোয়ার হোসাইন মাহদী
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker