ঢাকার সাভার ধামরাই ও আশুলিয়ায় কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে অনেক কারখানা এতে বিষাক্ত ধোঁয়ায় কমছে ফসলের ফলন। স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ ও পশু পাখি। প্রভাবশালীদের ভয়ে কথা বলার সাহস নেই স্থানীয়দের।
এসব কারখানা বন্ধের দাবিতে স্থানীয়রা, ধামরা ইউনিয়নে আরিচা মহাসড়ক থেকে গ্রামীণ পথ ধরে কিছুটা এগোলেই দেখা মেলে গড়ে উঠেছে ব্যাটারি কারখানা। বিষাক্ত ধোঁয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের পরিবেশ, নষ্ট হচ্ছে ফসল। তবে প্রভাবশালী মালিকের বিরুদ্ধে কথা বলছে না কেউ। সাভার ও আশুলিয়াতেও গরে উঠেছে এমন বেশ কিছু কারখানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে কেউই দিতে পারেনি কিভাবে এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার সঠিক তথ্য।