সাভারে মসজিদের অপূর্ব নির্মাণ ও পরিচর্যার উদ্যোগে চ্যালেঞ্জ:
দায়িত্বরতদের কর্তব্যশীলতায় প্রশ্ন উঠাচ্ছে
মসজিদের পরিচর্যা ও পরিস্কারতায় অভাবে মুসল্লিরা চিন্তিত: সাভারে মসজিদের অপূর্ব নির্মাণ ও পরিচর্যার উদ্যোগে চ্যালেঞ্জ সমালোচনায় মসজিদের পরিস্কারতা ও পরিচর্যা প্রসঙ্গে মুসল্লিরা আবারও কর্তব্যশীলতায় প্রশ্ন উঠাচ্ছে?
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক দিকে উন্নত বাংলাদেশের প্রগতিশীল মডেল সমাজের স্থাপনে নিখুত প্রতিষ্ঠানিক অবদান রেখেছেন। তাঁর উদ্যোগে নামাজ আদায়ের পাশাপাশি, ইসলামি গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার জন্য উপজেলায় অপূর্ব নির্মাণশৈলীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠান করেন। এই প্রস্তুতির ফলে সাভারেও দৃষ্টিনন্দন নকশা ও অপূর্ব নির্মাণশৈলীতে মডেল মসজিদ উদ্ভাবন করা হয়েছে। কিন্তু মসজিদের মর্যাদা ও সৌন্দর্য বজায় রাখার জন্য প্রতিষ্ঠানিক পরিচর্যা ও পরিস্কারতা প্রয়োজন।
মসজিদঘেঁষে ময়লার ভাগাড়ের কারণে সরকারের উদ্যোগটি প্রশংসার পরিবর্তে সমালোচনা জম্ম দিয়েছে। এটা খুবই দুঃখজনক এবং বাইরে ফিটফাট থাকলেও ভেতরে উৎকট গন্ধে বিরক্ত মুসল্লিরা আবার প্রতিষ্ঠানিক পরিচর্যার অভাবে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হচ্ছেন।