ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করা বাবর আলী আজ রাতে দেশে ফিরবেন। রাত আটটায় নেপাল থেকে ঢাকা হয়ে নিজ বাড়ি চট্টগ্রামে যাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাবর আলীর এভারেস্ট অভিযানের সমন্বয়ক ফরহান জামান।
ফরহান জামান জানান, বাবর আলীর চট্টগ্রামে পৌছানোর কথা ছিল মঙ্গলবার (২৮ মে) বিকাল ৫টায়। কিন্তু ফ্লাইট বিলম্ব হওয়ায় রাত ৯টায় পৌছাবেন।
তিনি বলেন, আগামীকাল বুধবার (২৯ মে) সকাল ১১টায় চট্টগ্রামের চকবাজার আলিয়াঁস ফ্রঁসেজ দ্য, চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বাবর।
এরপর আগামী ২ জুন বিকাল ৪টায় চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত বাইসাইকেল র্যালির মাধ্যমে তার এভারেস্ট জয় উদযাপন করা হবে।
ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে তিনি এভারেস্ট ও লোৎসে জয়ের গল্প শুনাবেন।
উল্লেখ্য, গত ১৯ মে চট্টগ্রামের সন্তান ডা. বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহন করেন। এর একদিন পরে ২১ মে লোৎসে পর্বতের শিখরে বাংলাদেশের পতাকা উড়িয়ে রেকর্ড গড়েন তিনি।