চট্টগ্রামের কোতোয়ালি থানার মেরিনার্স রোডে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে চারটি টিপ ছোরাসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, এর আগেও তারা কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আবার ডাকাতিতে জড়িয়ে পড়েন তারা।
বৃহস্পতিবার তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি ওবায়েদুল হক। গ্রেপ্তারকৃতরা হলেন সাহেল প্রকাশ ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন প্রকাশ মাইকেল (৩৭), তুষার (১৯) ও রুবেল (২২)।
ওসি ওবায়েদুল হক বলেন, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার মেরিনার্স রোডের বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীরে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চারটি টিপ ছোরা জব্দ করা হয়েছে। আসামিদের আগেও বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল।