টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি সকাল ১১ টায় উপজেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান, সমাজ কল্যাণ কর্মকর্তা মোবারক হোসেন, সহকারী প্রোগ্রামার মির্জাপুর জামিল আহমেদ ভূঁইয়া, মির্জাপুর প্রশাসন মডেল স্কুল এ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কমলা সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম , মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে উপজেলা প্রশাসন মডেল স্কুল এ্যান্ড কলেজের এর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিরাজুল ইসলাম ও জিসান আহমেদ।