আলমগীর হোসেন ( ১৮) এয়াছিন হুরি ( ৫০) দুজনেরেই মৃত্যু হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। আহত হয়েছেন আরও চার জন।
স্থানীয়রা সূত্রে জানা যায়-(১২ সেপ্টেম্বর)রবিবার রাত ৮ টা নাগাদ হোসেন পুর কিশোরগঞ্জ রোডের রামপুর এলাকায় ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়,এ সময় অটোতে থাকা ছয় জন যাত্রী গুরুত্বর আহত হলে, এ অবস্থায় স্থানীয়রা তাদেরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানেই আলমগীর হোসেন নামে যুবকের মৃত্য হয়। নিহত আলমগীর হোসেন তার শ্বশুড় বাড়ি যাচ্ছিল নির্মম মৃত্যু থামিয়ে দিল তার শোভযাত্রা,শশুড় বাড়ীর মধুরতা স্পর্শ করা হল না আর৷
অন্যদিকে অবস্থা আরও গুরুত্বর হওয়ায় ইয়াছিন হুরিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় শোকে মূর্চ্ছমান পুরো এলাকা স্বজন হারাদের করুন চিৎকার বাতাসে ভাসছে।
নিহতরা হলেন উপজেলার পুমদি ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের মো. কাছুম আলীর ছেলে আলমগীর হোসেন (১৮) ও উত্তর চরপুমদী গ্রামের ইয়াছিন হুরি (৫০)।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।