বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিকলী হাওর থেকে আর ঘরে ফেরা হলনা জহিরুল ইসলাম সাগরের,শুক্রবার নিখোঁজ হওয়া তার মরদেহ অনেক খুজাখুজির পর রবিবার উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর হাওরের গুলবাড়িয়া চর থেকে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ী জহুরুল ইসলাম সাগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিকদের।
যশোরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় নিহতের বাড়ী। তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন এবং সৌরবিদ্যুতের প্যানেলের ব্যবসা করতেন। সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সূত্র মতে জানা যায়-দুপুরে ছাতিরচর হাওরের গুলবাড়িয়া চরে জহিরুলের মরদেহ ভেসে উঠলে স্থানীয় জেলেরা গ্রাম পুলিশকে জানায়।গ্রাম পুলিশ থানাতে জানান দেয়, পরে মরদেহ থানায় নেওয়া হয়।
জানা যায়- শুক্রবার সকালে তারা ৫০ জন বন্ধু মিলে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে নিকলী হাওরে ঘুরতে যান। সেখান থেকে যান প্রেসিডেন্ট রিসোর্ট ও অল ওয়েদার সড়কে। ভাতশালা সেতুতে মাগরিবের নামাজ পড়ে তারা আবার নিকলীর উদ্দেশে রওনা দেন।
রাত সাড়ে ৮টার দিকে নৌকা থেকে নিকলী বেড়িবাঁধে নেমে গাড়িতে ওঠার সময় সবাই দেখতে পান, সাগর তাদের সঙ্গে নেই। এ সময় নৌকায় গিয়ে দেখা যায়, সাগরের ব্যাগ পড়ে আছে। ব্যাগে মোবাইলও আছে। এরপর বিষয়টি তারা পুলিশকে জানান।
পুলিশ সূত্রে জানা যায়-নৌপুলিশের সহায়তায় শুক্রবার রাতেই উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয় জেলেদেরও বিষয়টি জানানো হয়েছে। তবে সাগরের কোনো খোঁজ পাওয়া যায়নি।অবশেষে খুঁজ মিলল তার নিথর মরদেহের (১২ আগষ্ট)) রবিবার।