আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামে রেলক্রসিংয়ের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ঢাকা রেল লাইনের উপজেলার বল্লভবাড়ী নামক স্থানে এ মানববন্ধন করা হয়।
এতে আলীপুর, বেলটিয়া, শ্যামশৈল, গড়িলাবাড়ী, পাথাইলকান্দি, বল্লভবাড়ি, বিনোদ লুহরিয়া, কুর্শাবেনু, বেনুকুর্শা, সরাতৈল, বিয়ারা মারুয়াসহ আশেপাশের ২০ গ্রামের সহশ্রাধিক মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে সীমানা প্রাচীর নির্মাণ করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কৃর্তপক্ষ।সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন হলে আশপাশের ২০ গ্রামের ঐতিহ্যবাহী বল্লভবাড়ী কেন্দ্রীয় গোরস্থান, হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়া-আসার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাবে। এছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে থাকেন।
সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে চলাচলের রাস্তাটি বন্ধ না করে রেলক্রসিং নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা রাখার দাবি জানান স্থানীয়রা।