আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
রোববার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আনুুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আশরাফুল কাদেরের সভাপতিত্বে ওই আনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, শাহারজাদ মোমেন চৌধুরী। এছাড়াও পরিচালনা পর্ষদ সদস্য শহীদ সালাহউদ্দিন সেনা নিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, ঘাটাইল উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্নেল মো: ফেরদৌস-উর রহমান খান এবং নাজনীন নাহার লুনা।
এ প্রতিযোগিতায় ৪টি হাউজের মধ্যে ভাসানী হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হ।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ মার্চপাস্ট (কুচকাওয়াজ) ও মনোজ্ঞ থিম ডিসপ্লে অনুষ্ঠিত হয়।