“ভুমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সখিপুর উপজেলায় সেটেলমেন্ট অফিসের আয়োজনে ভূমি জরিপের গণ সংযোগ অনুষ্ঠিত হয়।
সোমবার ( ২২ জানুয়ারী) বিকাল ৩ টায় প্রতিমা বঙ্কী দাখিল মাদরাসা মাঠে গণ সংযোগ অনুষ্ঠিত হয়।
ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম সাধারন জনগনের দৌরগড়ায় পৌছে দেওয়ার উদ্দেশ্যই এই গণ সংযোগের মুল লক্ষ্য বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহীনা আক্তার সুমি (উপসচিব) জোনাল সেটেলমেন্ট অফিসার।
গণ সংযোগে তিনি বলেন, সখিপুর উপজেলায় ডিজিটাল প্রদ্ধতিতে ভূমি জরিপের কাজ দুটি মৌজায় শুরু হয়। তিনি জমি মালিকদের উদ্দেশ্য বাস্তব অভিজ্ঞতার কিছু চিত্র তুলে ধরে বলেন, এক সময় ভূমি জরিপ কবে হবে তা সকলে জানত না। এই গণসংযোগে ভূমি মালিকদের জরিপ সম্পর্কে অবগত করার জন্যই এই আয়োজন। জনগনের সচেতনায় মাধ্যমে প্রকৃত জমির মালিকদের তার অধিকার বুঝিয়ে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছি বলে মনে করেন।
অনুষ্ঠানে জমি মালিকদের সমস্যার কথা শুনেন এবং তাদের সমাধানের বিষয়েও প্রশ্নকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার(ভারপ্রাপ্ত) ফকির সামছুল হক। আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ আব্দুল লতিফ মল্লিক, মোঃ আবু শাহীন আজাদ সহ জরিপ কাজে কর্মরত সার্ভেয়ার ও কর্মচারীবৃন্দ। উপস্হিত ছিলেন উপজেলার প্রতিমাবঙ্কী ও লাঙ্গুলিয়া মৌজার সম্মানিত ভূমি মালিক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকবৃন্দ।