মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৪ জন প্রার্থী ও ১ জন স্বতন্ত্র প্রার্থী।
রবিবার (৭ জানুয়ারী) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, রবিবার অনুষ্ঠিত নির্বাচনে:
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ১২৭ টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো: নুর মোহাম্মদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এস এম আবু সায়েম পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯২ টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও ধর্মপ্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান দুলাল বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান কাঁচি প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১৫৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ২ লাখ ৭৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে সপ্তম বারের মতো বিজয়ী হয়েছেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মীর সামসুল আলম পেয়েছেন ৭ হাজার ৪৯৬ ভোট।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৮৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আব্দুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট এবং বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ডা: মুরাদ হাসান ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৮০৮ ভোট।
জামালপুর-৫ (সদর) আসনে ১৫৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ২ লাখ ১৬ হাজার ৪৩৪ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মুখ্য সচিব মো: আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ হাজার ২৩৪ ভোট।