মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর
ব্যাপক অনিয়ম, প্রকাশ্যে সিল ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে জামালপুর-৫ আসনে পুনঃ নির্বাচন দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু।
রবিবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে এ দাবি করেন তিনি।
লিখিত অভিযোগে তিনি বলেন, ১৫ ইউনিয়ন ও পৌরসভার সব কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বিজয়কে নস্যাৎ করা হয়েছে। প্রশাসনের সব স্তরের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী সমর্থকরা এক সপ্তাহ ধরে রাতের আঁধারে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে নির্বাচনকে প্রভাবিত করেছেন।
এছাড়াও গত কয়েকদিনে তার নির্বাচনী প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগ, ভাঙচুর ও তার কর্মী-সমর্থকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এছাড়া এক সপ্তাহে অসংখ্য নেতাকর্মীকে মামলা দিয়ে ভোটের মাঠ ছাড়া করা হয়। সকাল থেকে পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু বলেন, সুকৌশলে আমার বিজয়কে নস্যাৎ করা হয়েছে। আমি এ ভোট মানি না। এ আসনের পুনঃ নির্বাচন দাবি করছি।