কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের জন্য ধর্মপ্রাণ একজন শক্ত সমর্থক দরকার -সৈয়দ সাফায়েতুল ইসলাম

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ এলাকার ধর্মপ্রাণ জনগণের জন্য একজন শক্ত পুরুষ সমর্থক দরকার, যে জন্য ভাই-বোনের লড়াইয়ে তিনি এ আসনে নির্বাচন করতে এসেছেন। ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার; ৭ই জানুয়ারী ঈগল প্রতীকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি ঢাল-তলোয়ার উভয়েই পাবো।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে সংসদ নির্বাচনে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:)সৈয়দ সাফায়েতুল ইসলাম নির্বাচনী প্রচারণার জনসভায় মঙ্গলবার রাতে উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা বাজারে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৩রা জানুয়ারী আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বাষির্কী। আপনারা জানেন; অনেক আশা করে আমার বড় ভাই কিশোরগঞ্জে একটি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ করে  স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছেন। যেখানে অমার বড় ভাইয়ের অবদান ৯৯ভাগ হলেও; সেখানে আমার অবদান একভাগ হলেও আছে। কারণ সেখানে যে জমিটা দিয়েছি সেটা আমি দিয়েছি; যার জন্য সরকারের কাছ থেকে কোন মূল্য নেই নাই। ভাইকে সাহায্য করেছিলাম। কারণ হলো সেখানে আমার কিশোরগঞ্জের ও হোসেনপুরের মানুষ কাজ করবে।

তিনি আক্ষেপ করে বলেন; হায় আল্লাহ আমার দুঃখ লাগে যখন শুনি, সেখানে হোসেনপুর-কিশোরগঞ্জের কোন লোক কাজ করে না। যারা কাজ পেয়েছিলো তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং হোসেনপুর কিশোরগঞ্জের কোন লোক স্বাস্থ্যসেবা সেবা পায় না। তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ, ঢাকায় যেতে হয় অথবা প্রাইভেট চিকিৎসা নিতে হয়। আমি সেটার পরিবর্তন করতে চাই।

তখন তিনি উপস্থিত জনতার কাছে প্রশ্ন রেখে বলেন, আপনারা কী সেটার পরিবর্তন চান?

– তখন উপস্থিত জনতা সমস্বরে চিৎকার করে বলেন হ্যাঁ।

তাহলে ৭ তারিখ ঈগদ প্রতীকে একটি ভোট দিবেন। তাহলে আমি ঢালও পাবো; তলোয়ার ও পাবো।

Image
৫ নং সাহেদল ইউনিয়ন বাসীর উদ্যোগে (স্বতন্ত্র ) প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় জনতার ঢল। ছবি: মাহফুজ রাজা, মিশন নাইনটি

নির্বাচনী এ জনসভায় তিনি বলেন, আমি সেনাবাহীনির একজন উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে উন্নয়নের জন্য জনগণের কাছে এসেছি।

ভাই-বোনের লড়াইয়ের প্রশ্নে তিনি বলেন, আমার বোন যদি উন্নয়ন করতো তাহলে আমার এখানে আসা উচিত ছিলো না। পাঁচ বছরের এ গ্যাপ পূরণ করতে এসেছি।

তিনি আগের বক্তা কামাল উদ্দিনের জবাবে বলেন, উত্তর কুড়িমারা গ্রামে ১০ হাজার লোক বাস করলেও সেখানে কোন প্রাইমারী স্কুল না থাকায় দুঃখ প্রকাশ করেন। এখানকার অনেক রাস্তা এখনো কাঁচা। এজন্য আমার ক্ষমতা চাই, আমি যদি কাজ না করি তখন আপনারা বলবেন আমি নেমে যাব। আমি বিজয়ী হলে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে কাজ করবো। তখন উন্নয়ন সকলের ঘরে ঘরে পৌঁছে দিবো। ইনশাহ আল্লাহ আমি কথা দিচ্ছি, আমি এ পরিণত বয়সে আপনাদের কাছ থেকে কোন কিছু নিতে আসি নাই। 

সাহেদল ইউনিয়ন বাসীর উদ্যোগে নির্বাচনী এ জনসভায় সাহেদল ইউনিয়নের আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিনের সভাপিতিত্বে ও হোসেনপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন; হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, হোসেনপুর পৌর চেয়ারম্যান আব্দুল কাইয়ুম খোকন প্রমুখ। 

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker