স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে পারভেজ (২৮) নামে এক বিবাহিত যুবক জনতার হাতে আটক হয়েছে। এ সংবাদ নিশ্চিত করেছেন পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় পৌরসভার বাউসী চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবকে আটক করে কিছু চড় থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, পৌরসভার বাউসী চন্দনপুর এলাকার হেলাল ফকিরের ছেলে পারভেজ। সে পেশায় একজন ঠিকাদার। সে বিবাহিত এবং এক সন্তানের জনক।
জানা যায়, মো: পারভেজ মিয়া একই এলাকার বিধবা স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে। এমতাবস্থায় মঙ্গলবার রাতে সেই বিধবার ঘরে ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হলে এলাকার লোকজন টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে এবং উভয়কে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়রা আরো জানান বিধবা ওই নারী দুই সন্তানের জননী।
এ ঘটনায় ওই বিধবা নারী দাবি করে বলেন, পারভেজ তাদের এলাকার ছেলে এবং সম্পর্কে তার দেবর হয়। তার স্বামী রোড এক্সিডেন্টে মারা যাওয়ার পর পারভেজ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্ক করার চেষ্টা করেন। এক পর্যায় তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ওই বিধবা নারী আরও বলেন, পারভেজ আমার সম্মান নষ্ট করেছে। এখন আমাকে তার বিয়ে করতে হবে। তা না হলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না।
এদিকে অভিযুক্ত পারভেজ মিয়া বলেন, এ ঘটনা পরিকল্পিত এবং সাজানো। আমাকে ফাঁসানো হয়েছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেসময় আমাকে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়। আমার স্ত্রী সন্তান রয়েছে। আমি ওই নারীকে কখনোই বিয়ে করব না। প্রয়োজনে আমি জেল খাটবো।
এ-বিষয়ে সরিষাবাড়ী সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, গতকাল রাতে বিধবা নারীর ঘরে সংগোপনে গিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে তার বিরুদ্ধে ঐ নারী মামলা করেছেন। রুজুকৃত মামলায় আজ বুধবার বিকেলে বিজ্ঞ আদালতে আসামি কে সোপর্দ করা হয়েছে।