আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পুটল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা ইয়াসিন ইসলাম ওরফে করিমকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াসিন ওই এলাকার মুনছব আলীর পালকের ছেলে।
জানা গেছে, দুপুরে মকবুল হোসেন বাড়িতে কাজ করছিলেন। এসময় ভাতিজা ইয়াসিন ইসলাম ওরফে করিম পেছন থেকে একটি লাঠি দিয়ে চাচা মকবুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে দেয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত নিহতের ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে।