স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদনকারী পাট চাষীদের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই প্রশিক্ষণ কর্মসূচি কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জামালপুর খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার, জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা অণুপ সিংহ, সরিষাবাড়ী উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন, পাট পরিদর্শক আওরংগদেব প্রমুখ।
এতে বক্তারা বলেন, ‘সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সে জন্য পাট পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। তাই পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, পাট অধিদপ্তর কর্তক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪ এর পাট উৎপাদনকারী ১৫০ জন পাট চাষীদের দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়।