শিলা আক্তার, মির্জাপুর:
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ পালন করা হয়েছে।
গত সোমবার (৫ ফেব্রুয়ারী) দিবসটি উপলক্ষে মির্জাপুর উপজেলার উয়ার্শি ইউনিয়নের জ্ঞানদীপ গণ গ্রন্থাগারের আয়োজনে র্যালি, চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি ও বির্তক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
জ্ঞানদীপ গণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মো: আবুল কাশেমেরর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগর ভাদগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ডীনা লায়লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নিলজা সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক, মো: শরিফুল ইসলাম; সহকারী শিক্ষক, মো: শফিকুল ইসলাম প্রমুখ।