মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা বাজারের তিনটি দোকানে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। ঝাড়কাটা বাজারের তুষার এন্টারপ্রাইজ, জাহাঙ্গীর ষ্টোর, এইচ.আর মেডিকেল হল এই ৩ দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্ধষ চুর চক্র।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক সোলায়মান কবির, জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম জানান, রাতে দোকানে ছিলাম না এই সুযোগে চুর চক্রের দল আমাদের দোকানের সিসি ক্যামেরা খুলে সার্টারের তালা কেটে পিক-আপে মালামাল লুট করে নিয়ে যায়। সকালে দোকানে এসে দেখি লোকজনের ভিড় তালা কাটা, ভিতরের দেখি মনোহারি দোকানের বেশী দামি মাল, বোতলজাত সয়াবিন তৈল, চিনি, আটা ও চাউলের বস্তা, ভুসি, ইউরিয়াসহ বিভিন্ন পণ্য সামগ্রী লুট করে নিয়ে গেছে। ৩ টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।
ঝাড়কাটা বাজার বণিক সমিতি’র সভাপতি ডা: মাসুদুর রহমান শোভন জানান, স্থানীয় এ বাজারে যে পরিমাণ দোকান আছে তাদের সকলের সিকিউরিটি রাখার মত সামর্থ নেই। তবে গতরাতে ৩টি দোকানে যেভাবে চুরি’র ঘটনা ঘটেছে এটা শুধু চুরি বলা যাবে না, ডাকাতি করা হয়েছে, পিক-আপ ভ্যানে দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এদের শনাক্তের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তি’র দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার জানান, ঝাড়কাটা বাজারের ৩ টি দোকানে চুরির ঘটনা জানার পর থানায় অবগতসহ নিজে ঘটনাস্থল পরিদর্শন করি এবং পুলিশ এসে সরেজমিনে পরিদর্শন করে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, মাদারগঞ্জে দোকানে চুরি’র ঘটনার বিষয়ে ভুক্তভোগীরা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।